আবারো সোঁনারগায়ে প্রসুতী মায়ের পাশে জনসেবা ফাউন্ডেশন

সোনারগাঁ এর পেরাব গ্রামের এক প্রসুতি মা আজ হঠাৎ অসুস্থ হয়ে রুপগঞ্জ থানার গোলাকান্দাইল এ আল-রাফি হাসপাতালে আশংকাজনক পরিস্থিতিতে ভর্তি হন |

জনসেবা ফাউন্ডেশন এর এক সদস্যের মাধ্যমে এই খবর পাওয়া মাত্র জনসেবা ফাউন্ডেশন এর সেচ্ছাসেবীরা অনতিবিলম্বে ঘটনাস্থলে পৌছান , এসময় কর্তব্যরত ডাক্তার জানান ,” জরুরী ভিত্তিতে এ পজেটিভ রক্তের প্রয়োজন ” এই খবর পাওয়া মাত্র জনসেবা ফাউন্ডেশন এর ও পজেটিভ রক্তধারী সদস্য ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক “নাজমুন নাহার নিতু” ঘটনাস্থলে পৌছান |

সৃষ্টিকর্তার অশেষ কৃপায় বিকেল ৫ ঘটিকায় প্রসূতি মা একটি মেয়ে শিশুর জন্ম দেন ,নবজাতক ও প্রসূতি মা উভয়েই এখন সুস্থ আছেন ! এবং সব সব শেষ সন্ধ্যা ৭ ঘটিকায় জনসেবা ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ বাসায় ফেরে |

নবজাতক ও তার পরিবারের সকলকে জানাই “জনসেবা ফাউন্ডেশন” এর পক্ষ থেকে প্রান ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন |

নবজাতকের সাথে জনসেবার সদস্য-রাকিব,সুমন ও নিতু
Design a site like this with WordPress.com
Get started