গভীর রাতে প্রসূতি মা এর পাশে জনসেবা ফাউন্ডেশন এর নির্ভিক সেচ্ছাসেবীরা

সোনারগাঁ এর বাঘুরি গ্রামের এক প্রসুতি মা রাত ১১টা ৩০ মিনিটে হঠাৎ অসুস্থ হয়ে বন্দর থানার মদনপুর এর আল বারাকা হাসপাতালে আশংকাজনক পরিস্থিতিতে ভর্তি হন |

জনসেবা ফাউন্ডেশন এর এক সদস্যের মাধ্যমে এই খবর পাওয়া মাত্র জনসেবা ফাউন্ডেশন এর সেচ্ছাসেবীরা অনতিবিলম্বে ঘটনাস্থলে পৌছান , এসময় কর্তব্যরত ডাক্তার জানান ,” জরুরী ভিত্তিতে এ পসেটিভ রক্তের প্রয়োজন ” এই খবর পাওয়া মাত্র জনসেবা ফাউন্ডেশন এর এ পজেটিভ রক্তধারী সদস্য “তাছলিমা আক্তার “ঘটনাস্থলে পৌছান |

সৃষ্টিকর্তার অশেষ কৃপায় রাত ১২টা ২৩মিনিটে প্রসূতি মা একটি ছেলে শিশুর জন্ম দেন ,নবজাতক ও প্রসূতি মা উভয়েই এখন সুস্থ আছেন ! এবং সব সব শেষ রাত ২ টা ২০ মিনিটে জনসেবা ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ বাসায় ফেরে |

নবজাতক ও তার পরিবারের সকলকে জানাই “জনসেবা ফাউন্ডেশন” এর পক্ষ থেকে প্রান ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন |

Design a site like this with WordPress.com
Get started