সোনারগাঁ এর দাশ নোয়াগাও গ্রামের বন্যার্ত পরিবারের মাঝে সাহায্য সামগ্রী পৌছে দেয় জনসেবা ফাউন্ডেশন

৩০/০৭/২০২০ ইং, রোজ বৃহস্পতিবার |
সকলের অবগতির জন্য জানাচ্ছি যে,পেরাব গ্রামের পার্শবর্তী গ্রাম “দাশ নোয়াগাও”- এর কিছু বিচ্ছিন্ন পরিবার এবছরের প্রবল বৃষ্টিপাত ও জোয়ারের পানির অস্বাভাবিক বৃদ্ধির কারনে পানি বন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছিলেন ,
এমতাবস্থায় ভুক্তভোগী এলাকাবাসী জনসেবা ফাউন্ডেশন এর অর্থ বিষয়ক সম্পাদক ও দাশ নোয়াগাও প্রতিনিধি “সুমন মিয়া’র মাধ্যমে জনসেবা ফাউন্ডেশন এর কাছে সাহয্যের জন্য আবেদন করেন|
এবং সাহায্যের আবেদন পাওয়ার সাথে সাথেই তাৎখনিক সভায় পানিবন্দি পরিবারগুলোকে সাহায্য করার সিদ্ধান্ত গ্রহন করে”জনসেবা ফাউন্ডেশন “
তারই ফলশ্রুতিতে পানিবন্দি পরিবারগুলোর মাঝে কিছু নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী পৌছে দেয় জনসেবা ফাউন্ডেশন এর সেচ্ছাসেবীরা |

সোনারগাঁ এর দাশনোয়াগাও গ্রামে সাহায্য সামগ্রী বিতরন এর সময় জনসেবা ফাউন্ডেশনের সেচ্ছাসেবীরা

দেখুন ভিডিও

Design a site like this with WordPress.com
Get started